নতুন রাজা নির্বাচনে মালয়েশিয়ায় ভোট

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০১ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯

মালয়েশিয়ার রাজা সুলতান মুহাম্মদ পঞ্চম-এর আকিস্মক সিংহাসন ত্যাগের পর নতুন রাজা নির্বাচনে রাজপরিবারের প্রধানরা আজ ভোট দিচ্ছেন।

দুই বছর আগে রাজা হিসেবে নির্বাচিত হয়েছিলেন সুলতান মুহাম্মদ পঞ্চম। মালয়েশিয়ায় একজন রাজার মেয়াদ পাঁচ বছর। সম্প্রতি সাবেক রুশ সুন্দরী মিস মস্কোকে বিয়ে করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পুরো পাঁচ বছর শেষ হওয়ার আগেই সরে যাওয়া প্রথম মালয়েশীয় রাজা তিনি।

আগামী ৩১ জানুয়ারি শপথ নেবেন নতুন রাজা। গত বছরের নভেম্বরে সুলতান মুহাম্মদ পঞ্চম চিকিৎসা ছুটিতে ইউরোপে গিয়েছিলেন। এরপরেই রাশিয়ার রাজধানী মস্কোতে সাবেক মিস মস্কোর সঙ্গে তার বিয়ের ছবি প্রকাশ্যে আসে।

মাত্র ৪৭ বছর বয়সে দেশটির রাজা নির্বাচিত হয়েছিলেন মুহাম্মদ পঞ্চম। তার পদত্যাগের ঘোষণায় কিছুটা অস্বস্তিতে পড়েছে মালয়েশিয়ার রাজতন্ত্র।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।