ফ্লোরিডায় ব্যাংকে গোলাগুলি : নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৭ এএম, ২৪ জানুয়ারি ২০১৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি ব্যাংকে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, এক বন্দুকধারী ওই হামলা চালিয়েছে।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সেবরিং শহরে অবস্থিত সান ট্রাস্ট ব্যাংকের ভেতর থেকে এক ব্যক্তি পুলিশের কাছে ফোন করার পরই কর্মকর্তারা সেখানে ছুটে যান।

ওই ব্যক্তি নিজেই ফোন করে জানিয়েছেন যে, তিনি পাঁচজনকে গুলি করেছেন। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, ওই বন্দুকধারীর নাম জেফেন সাভের। বয়স ২১ বছর। সে ব্যাংকের ভেতরে লোকজনকে মেঝেতে শুয়ে পড়তে বাধ্য করেন এবং গুলি করতে শুরু করে।

পুলিশ কর্মকর্তারা ব্যাংকে প্রবেশের পরপরই তিনি আত্মসমর্পন করেন। কি কারণে তিনি এভাবে হামলা চালিয়েছেন তা এখনও পরিস্কার নয়।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।