পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কোতে এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো সফরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বুধবার তিনি রাজধানী মস্কোতে পৌঁছেছেন বলে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, তুরস্কের প্রেসিডেন্টের চলাচলের জন্য বরাদ্দকৃত একটি বিমানে করে স্থানীয় সময় বুধবার দুপুর বারোটায় মস্কোর উদ্দেশে আঙ্কার বিমানবন্দর ত্যাগ করেন এরদোয়ান। তার এই একদিনের সফরে এরদোয়ানের সফরসঙ্গী হিসেবে আছেন তুরস্কের পররাষ্ট্র ও প্রতিরক্ষাসহ মোট চারজন মন্ত্রী ও দেশটির গোয়েন্দা প্রধান।

মস্কো পৌঁছেই পুতিন ও এরদোয়ান এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন। এরদোয়ান কে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এ সময় এরদোয়ান দুই দেশের সম্পর্ককে সহযোতিাপূর্ণ বলে অভিহিত করে।

এরদোয়ান তার এই সফরে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করবেন। তাছাড়া সফরে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হবে দুই নেতার। বিশেষ করে তাদের আলোচনায় গুরুত্ব পাবে সিরিয়া।

এসএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।