চলন্ত গাড়ির ইঞ্জিনে জ্যান্ত হনুমান!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৫ এএম, ২৩ জানুয়ারি ২০১৯

চলন্ত গাড়ির ইঞ্জিনে জ্যান্ত হনুমান! অবিশ্বাস্য মনে হলেও এমনই ঘটনা ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের আমদাবাদ-ভদোদরা হাইওয়েতে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে ওই হাইওয়ে দিয়ে একটি মারুতি সুজুকি সুইফট গাড়ি চালিয়ে যাচ্ছিলেন চালক। হঠাৎই ইঞ্জিনে কোনো সমস্যা হচ্ছে অনুমান করে সেই গাড়ি থামান তিনি। এরপর বনেট খুলে পরীক্ষা করতে গিয়েই হতভম্ব তিনি। দেখেন ভিতরে গুটিশুটি মেরে বসে আছে এক জ্যান্ত হনুমান।

সঙ্গে সঙ্গে তিনি মটর ওয়ার্কসপের লোকজনকে খবর দেন। এরপর শুরু হয় হনুমানটিকে সেখান থেকে বের করে আনার চেষ্টা। কিন্তু কাজটি মোটেই সহজ ছিল না। হনুমানটিও কিছুতেই সেখান থেকে বেরিয়ে আসতে রাজি নয়। ততক্ষণে মহাসড়কে গাড়ির দীর্ঘ সাড়ি পরে গেছে সেই কাণ্ড দেখার জন্য। অনেকেই মোবাইল ক্যামেরায় তুলতে শুরু করেছেন হনুমান উদ্ধারের ভিডিও।

অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে কারিগররা হনুমানটিকে অক্ষত অবস্থায় বনেট থেকে বের করে আনতে সক্ষম হন। ধারণা করা হচ্ছে গাড়িটি যাত্রাপথে কোথাও থেমেছিল। আর তখনই হনুমানটি ঢুকে পড়ে বনেটের ভিতরে।

এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।