সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সূচকে এগিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ইতোমধ্যে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন সূচকে অনেক এগিয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।
বাংলাদেশে সফররত ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি প্রতিনিধিদল সোমবার স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে এ কথা জানান তিনি।
রিয়ার অ্যাডমিরাল ডি. এম. সুদান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় স্পিকার বাংলাদেশের সংবিধান, সংসদ, সংসদীয় কার্যক্রম, কার্যপ্রণালী বিধি প্রভৃতি বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করেন। স্পিকার প্রতিনিধিদলকে বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন দিকও তুলে ধরেন।
স্পিকার বলেন, বাংলাদেশ নারীদের উন্নয়নের মূল স্রোতধারায় এনে দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশে মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস এবং বাল্যবিবাহ রোধে অগ্রগতি সাধিত হয়েছে।
তিনি আরো বলেন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলাসহ আর্থ-সামাজিক উন্নয়নে সংসদ সদস্যরা কাজ করছেন।
পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা আরো সমৃদ্ধ হতে পারে বলেও মন্তব্য করেন স্পিকার।
এইচএস/একে/আরআইপি