উপকূল থেকে রণতরী সরিয়ে নিন : যুক্তরাষ্ট্রকে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:১৪ পিএম, ২১ জানুয়ারি ২০১৯

কৃষ্ণসাগরে মোতায়েন মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার রণতরী ইউএসএস ডোনাল্ড কুককে রুশ উপকূল থেকে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। ডোনাল্ড কুকের গতিবিধির ওপর কঠোর নজর রাখছে বলে যুক্তরাষ্ট্রকে হুশিয়ার করেছে দেশটি ।

রুশ সিনেটের আলেক্সি পুশকোভ এক টুইটার বার্তায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মার্কিন রণতরী মাঝেমাঝেই কৃষ্ণ সাগর সফর করেছে। কৃষ্ণ সাগর অবস্থানরত মার্কিন রণতরীর সঙ্গে ওয়াশিংটনের নিরাপত্তার কোনো সম্পর্ক নেই।

সিনেটের আলেক্সি পুশকোভ দাবি করেন, যুক্তরাষ্ট্র তাদের অভ্যন্তরীণ রাজনীতির কারণেই এসব যুদ্ধ জাহাজ কৃষ্ণ সাগরে যাচ্ছে। তাছাড়া এর সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, মার্কিন সিনেটরদের আত্মতুষ্টির জন্য এ সব রণতরী কৃষ্ণ সাগর সফর করছে। মার্কিন রণতরীকে রাশিয়ার উপকূল থেকে দূরে থাকার জন্য হুঁশিয়ার উচ্চারণ করেন তিনি।

সূত্র: পার্স ট্যুডে

এসএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।