ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পক্ষে ব্রিটিশ এমপিরা


প্রকাশিত: ০৪:২৭ এএম, ১৪ অক্টোবর ২০১৪

রাষ্ট্র হিসেবে ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনের স্বীকৃতির পক্ষে ভোট দিয়েছে ব্রিটিশ এমপিরা। ব্রিটিশ পার্লামেন্টে সোমবার এ ভোটাভুটি হয়। সেখানে ফিলিস্তিনের স্বীকৃতির পক্ষে পড়ে ২৭৪ ভোট। আর বিপক্ষে পড়ে ১২ ভোট।

এরই মধ্যে বিশ্বের ১৩৪টি দেশ রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এসব দেশের তালিকায় সর্বশেষ যোগ হয়েছে সুইডেনের নাম। গত সপ্তাহেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে দেশটি। জাতিসংঘও ২০১২ সালে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে। সূত্র : বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।