যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি তুরস্ক


প্রকাশিত: ০৩:৩৬ এএম, ১৪ অক্টোবর ২০১৪

সিরিয়ায় আইএস’র (ইসলামিক স্টেট) বিরুদ্ধে চলমান বিমান হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার নতুন চুক্তির কথা অস্বীকার করেছে তুরস্ক। দেশটির পক্ষ থেকে সোমবার এক বিবৃতির মাধ্যমে এ কথা জানানো হয়েছে। খবর এএফপি’র।

বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ তুরস্কের ইঙ্কিরলিক বিমানঘাঁটিটি যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেওয়ার ব্যাপারে নতুন কোনো চুক্তি হয়নি।

প্রসঙ্গত, ওই ঘাঁটিটি যুক্তরাষ্ট্র সামরিক রসদ ও মানবিক ত্রাণ সহায়তার জন্য ব্যবহার করে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক আঙ্কারার এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেন, ‘ইঙ্কিরলিক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো চুক্তি হয়নি।’

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাতোলিয়া নিউইয়র্কে সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলুর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইঙ্কিরলিকের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে গত রোববার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছিলেন, আইএস সদস্যদের ওপর বোমা হামলায় ইঙ্কিরলিকের বিমানঘাঁটিটি ব্যবহারের অনুমতি দিয়েছে তুর্কি সরকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।