সোয়াইন ফ্লুতে আক্রান্ত বিজেপি সভাপতি অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৪ এএম, ১৭ জানুয়ারি ২০১৯

সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি অমিত শাহ। বর্তমানে দিল্লির এইএমএস হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। এক টুইটবার্তায় নিজের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন অমিত শাহ।

টুইটে তিনি লিখেছেন, ‘আমি সোয়াইন ফ্লু-তে আক্রান্ত। আশা করি সকলের ভালোবাসা এবং শুভ কামনায় দ্রুত সুস্থ হয়ে উঠব।’

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তার আরোগ্য কামনা করে টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘আমার সঙ্গে সভাপতির কথা হলো। উনি এখন হাসপাতালে ভর্তি। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অমিত শাহকে সামনে রেখে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করার কথা বিজেপির। ২০ জানুয়ারি থেকেই সভা শুরুর কথা বিজেপি সভাপতির। কিন্তু সভাপতি অসুস্থ হয়ে পড়ায় সেই সভা আ-দৌ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এদিকে অসুস্থ হয়ে পড়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আপাতত মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন তিনি। অর্থ মন্ত্রণালয় বলছে, এ সপ্তাহের শেষের দিকে দেশে ফিরবেন জেটলি।

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।