খোলামেলা পছন্দ করেন না সোনালী


প্রকাশিত: ০৮:১০ এএম, ২৪ আগস্ট ২০১৫

অনেকদিন হলো অভিনয়ের বাইরে আছে ‘সারফারোশ’ অভিনেত্রী সোনালি বেন্দ্রে। দেখা মিলে না অনুষ্ঠান-আড্ডাতেও। আর সব বলিউড তারকাদের মতো সোশ্যাল মিডিয়াতেও সরব নন তিনি।

কসমেটিক ব্র্যান্ড ‘ওরিফ্লেম’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন সোনালি। এক ইভেন্টে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপচারিতায় সোনালি জানালেন, ‘ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে খোলামেলা হতে পছন্দ করি না আমি। তাই আমি সোশ্যাল মিডিয়ার প্রতিও অাগ্রহী নই। আমার নিজস্ব জীবন আছে। সে সম্পর্কে সবাই কেন জানবে? কি লাভই বা তাতে? আমি নিজেকে নিজের মতো রাখতেই ভালোবাসি।’

তবে সোনালির স্বামী পরিচালক-প্রযোজক গোল্ডি বেহেল এবং ছেলে দুজনেই বেশ প্রযুক্তিবান্ধব। এ ব্যাপারে সোনালির ভাষ্য, ‘আমি বুঝি না সোশ্যাল মিডিয়া নিয়ে ওরা এত সিরিয়াস কেন? বিশেষ করে আমার ছেলেকে নিয়ে তো আমি বেশ দুশ্চিন্তায় আছি।’

তবে সোশ্যাল মিডিয়া নিয়ে ভয়, দুশ্চিন্তা যতই থাকুক, এই মাধ্যমগুলোকে একেবারে নাকচ করে দিচ্ছেন না তিনি। ভয় কেটে গেলে তিনিও এই ভার্চুয়াল জগতের বাসিন্দা হয়ে উঠতে পারেন। তার মতে, ‘এখনো কোনো সোশ্যাল মিডিয়ার সাইটে অ্যাকাউন্ট খুলিনি আমি। ভয় কেটে গেলে খুলতেও পারি। তবে টুইটার দিয়ে আমার চলবে না। মাত্র ১৪০ শব্দে আমি কিছু বলতে পারব না। আমাকে অনেক কথা বলতে চাই।’

আবার চলচ্চিত্রে অভিনয়ে ফিরবেন কবে জানতে চাইলে বলেন, ‘হ্যাঁ, আজকাল শ্রীদেবী জি, মাধুরী, জুহিরা ফিরে এসেছেন। কাজল-রানীরাও কাজ করছেন। বেশ ভালো লাগে। আমারও ইচ্ছে করে। কিন্তু নারী প্রধান গল্প আর অভিনয়ের সুযোগ আছে এমন চরিত্র বলিউডে খুব কম। এখন তো আর রঙ ঢঙের বয়স নেই। তাই মনে রাখার মতো কিছু কাজ পেলে করবো।’

নব্বইয়ের দশকে বলিউডে ঝড় তুলেছিলেন সোনালি। ‘আগ’, ‘দিলজালে’, ‘ডুপ্লিকেট’, ‘জখম’, ‘সারফারোশ’ ছবির মাধ্যমে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছিলেন সোনালি। ২০০২ সালে বিয়ের পর নিজেকে গুটিয়ে নেন তিনি।

সর্বশেষ ২০১৩ সালে ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা’ ছবিতে অভিনয় করেন। এর বাইরে টিভি সিরিয়াল ‘আজিব দাস্তা হ্যায় ইয়ে’-তে অভিনয় করেন সোনালি। দীর্ঘ ক্যারিয়ারে এটাই সোনালির প্রথম টিভি সিরিয়াল।


এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।