প্রাণহানির আশঙ্কায় সশস্ত্র প্রহরায় মালালা


প্রকাশিত: ০৭:৪০ এএম, ২৪ আগস্ট ২০১৫

প্রাণহানির আশঙ্কায় ২৪ ঘণ্টা সশস্ত্র প্রহরায় রাখতে হচ্ছে মালালা ইউসুফজাইকে। মালালা আবারো সন্ত্রাসীদের টার্গেটে রয়েছেন বলে গোয়েন্দারা জানানোর পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একটি গোয়ন্দা সূত্র জানায়, যেদিন থেকে মালালাকে হত্যার প্রচেষ্টা সফল হয়নি সেদিন থেকেই তার ওপর হামলার চেষ্টা চলছে। তবে মালালার সম্মান বৃদ্ধির সঙ্গে সঙ্গেই প্রাণহানির আশঙ্কা বাড়ছে বলে জানানো হয়েছে।

বর্তমানে নোবেলজয়ী মালালা বিশ্বব্যাপী শিক্ষার প্রসারে কাজ করছেন। ফলে সন্ত্রাসীদের অন্যতম টার্গেট এই নোবেলজয়ী। মন্ত্রীদের যে নিরাপত্তা দেওয়া হয়, সেই নিরাপত্তাই তাকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

২০১১ সালে তালেবান জঙ্গিরা মালালার ওপর হামলা চালায়। এসময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান। বর্তমানে ব্রিটেনে বসবাস করছেন তিনি।

এসআইএস/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।