সিরীয় শরণার্থীদের ৫ কোটি ডলার সহায়তা দেবে কাতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯

সিরীয় শরণার্থী এবং বাস্তুহারা লোকজনকে পাঁচ কোটি ডলার সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। দেশটিতে যুদ্ধ-সংঘাতের কারণে কয়েক লাখ মানুষ মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে।

কাতার নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক, লেবানন এবং জর্ডানে থাকা সিরীয় শরণার্থীদের জন্য এই অর্থ ব্যবহৃত হবে। একই সঙ্গে এই সহায়তা পাবেন সিরিয়ায় থাকা বাস্তুহারা নাগরিকরাও।

বিজ্ঞাপন

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেসামরিক প্রতিরক্ষা সংস্থা হোয়াইট হেলমেট, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সঙ্গে কাজ করবে কাতার ডেভেলপমেন্ট ফান্ড। তারা মানবিক ত্রাণ কার্যক্রমে সরাসরি এই অর্থ ব্যবহার করবেন।

ইতোমধ্যেই ৩৫ লাখ সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে তুরস্ক, যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।