বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে পারেন ট্রাম্পকন্যা ইভাঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৩ জানুয়ারি ২০১৯

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। বিশ্বব্যাংকের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের স্থলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রার্থী তালিকায় ইভাঙ্কার নাম নিয়ে গুঞ্জন চলছে ওয়াশিংটনে। লন্ডনভিত্তিক দৈনিক দ্য ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ সংবাদমাদ্যম গার্ডিয়ান ফিনান্সিয়াল টাইমসের বরাত দিয়ে বলছে, বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্টের সম্ভাব্য তালিকায় ট্রাম্পকন্যা ইভাঙ্কার নাম বাদেও রয়েছে জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন দূত নিকি হ্যালির নাম। উল্লেখ্য, ইভাঙ্কা বর্তমানে ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

বিশ্বব্যাংকের সদ্য বিদায়ী দক্ষিণ কোরিয়ান প্রেসিডেন্ট জিম ইয়ং কিম গত সোমবার হঠাৎ করেই প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেন। মেয়াদ শেষ হওয়ার তিন বছরেরও বেশি সময় আগে তিনি এমন ঘোষণা দিলেন। এরা আগেও পাঁচ বছর বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি।

জিম ইয়ং কিমের পদত্যাগের পর মার্কিন রাজনীতির বাতাসে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। অনেকে ধারণা করছেন, ডোনাল্ড ট্রাম্প এবার বিশ্বব্যাংকের দায়িত্ব অর্পন করবেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট ডটার ইভাঙ্কা ট্রাম্পের হাতে। অবশ্য মার্কিন অর্থবিভাগ বলছে, সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে এখনই কোনো মন্তব্য করতে চায় না তারা।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে কাউকে মনোনয়ন দেয়ার ক্ষমতা রাখেন মার্কিন পেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। আগামী মাসের শুরুতে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের কাজ শুরু করবে বিশ্বব্যাংক। চলতি বছরের এপ্রিল নাগাদ জিম ইয়ং কিমের স্থলাভিষিক্ত হবেন নতুন কোনো প্রেসিডেন্ট।

এসএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।