সুদানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩২ এএম, ১৩ জানুয়ারি ২০১৯

আফ্রিকার দেশ সুদানে গত মাসে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ বিক্ষোভের কারণ অনুসন্ধানে সুদান সরকারের গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রধান আমির ইব্রাহিম শনিবার এ তথ্য দেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, খাদ্য পণ্যের মূল্য বৃদ্ধি ও নগদ অর্থের সংকটের কারণে গত ডিসেম্বরে এই আন্দোলনের সূত্রপাত। কিন্তু একমাস দীর্ঘ এই আন্দোলন এখন সরকারবিরোধী বিক্ষোভে রুপ নিয়েছে।

তবে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, সুদানের সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪০ জন নিহত হয়েছেন। সংস্থাটি বলছে, গত ১৯ ডিসেম্বর বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত এক হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।

এসএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।