অর্থনীতিতে নোবেল পেলেন জ্যঁ তিরোল


প্রকাশিত: ১২:১৮ পিএম, ১৩ অক্টোবর ২০১৪

বাজারের ক্ষমতা ও এর বাধ্যবাধকতা নিয়ে বিশ্লেষণ করার জন্য এ বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন ফরাসি অর্থনীতিবিদ জ্যঁ তিরোল। সোমবার স্থানীয় সময় দুপুর ১ টায় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এ নোবেল জয়ীর নাম ঘোষণা করা হয়।

১৯০১ সাল থেকে পৃথিবীর বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অসামান্য অবদানের জন্য পুরস্কার প্রদান করে আসছে নোবেল কমিটি। নরওয়ের রাজধানী অসলো থেকে শুধু শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। বাকি পুরস্কার ঘোষণা ও প্রদান করা হয় সুইডেনের রাজধানী স্টকহোমে।

১৯৬৯ সাল থেকে ২০১৩ সাল প্রর্যন্ত ৪৫ দফায় ৭৪ জন অর্থনীতিবিদ এ পুরস্কারে ভূষিত হয়েছেন। এর আগে এ বছর শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার দেয়া হয় পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই (১৭) ও ভারতের শিশু অধিকার আন্দোলনের কর্মী কৈলাস সত্যার্থী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।