কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী নেতার জয়

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১১ পিএম, ১০ জানুয়ারি ২০১৯

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বিরোধীদলের নেতা ফেলিক্স শিসেকেদি। নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করেছে।

গত মাসের শেষ সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটে নিকটতম প্রতিদ্বন্দী মার্টিন ফায়ুলুকে সামান্য ব্যবধানে পরাজিত করেছেন ফেলিক্স। তবে ভোটের ফলাফলকে প্রতারণা বলে উল্লেখ করেছেন ফায়ুলু। নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে ফ্রান্সও।

সাংবিধানিক আদালত নির্বাচন কমিশনের এ ফল মেনে নিলে স্বাধীনতা অর্জনের পর কঙ্গোতে প্রথমবারের মতো বিরোধী প্রতিদ্বন্দ্বীর বিজয় উদযাপিত হবে।

দেশটির বর্তমান প্রেসিডেন্ট জোসেফ কাবিলা ১৮ বছর পর ক্ষমতা ছাড়ছেন। ভোটে অংশ নিয়েছেন এক কোটি ৮০ লাখ ভোটার। ৩৮ দশমিক ৫৭ শতাংশ ভোটারের সমর্থন পেয়ে জয়ী হয়েছেন ফেলিক্স।

রোববার আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল প্রকাশের কথা ছিল। তবে অন্তর্বর্তী ফলাফলে পরিবর্তন আসতেও পারে।
সংবিধানের কারণে বর্তমান প্রেসিডেন্ট জোসেফ কাবিলা এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি।

ভোটের ফলাফল ঘিরে সম্ভাব্য সহিংসতা মোকাবেলায় কঙ্গোজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।