অস্ট্রেলিয়ায় দূতাবাসে সন্দেহজনক বস্তু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১০ পিএম, ০৯ জানুয়ারি ২০১৯

অস্ট্রেলিয়ার ক্যানবেরা এবং মেলবোর্নে অবস্থিত বিদেশি দূতাবাসে সন্দেহজনক বস্তু পাওয়া গেছে। কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত করছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

মেলবোর্নের মেট্রোপলিটন ফায়ার ব্রিগেড জানিয়েছে, শহরজুড়ে বেশ কিছু দুর্ঘটনায় তাদের সাহায্য চাওয়া হয়েছে। ব্রিটিশ এবং সুইস দূতাবাসও এর মধ্যে রয়েছে।

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন যেসব বস্তু পাওয়া গেছে সেগুলো পরীক্ষা করছে জরুরি সেবা দফতর। পুরো ঘটনা তদন্তাধীন রয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারত, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, গ্রিস এবং ইতালির দূতাবাসে জরুরি বিভাগের কর্মীদের দেখা গেছে।

তবে দূতাবাসের কোন কর্মী বা কর্মকর্তা এই ঘটনায় জড়িত কীনা তা এখনও খুঁজে বের করতে পারেনি পুলিশ। ব্রিটিশ হাই কমিশনের এক কর্মকর্তা বলেন, আমরা ফেডারেল পুলিশ এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। আমাদের সব কর্মীই নিরাপদ আছেন।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।