চার বছর পর ইরানে ব্রিটিশ দূতাবাস চালু


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২৩ আগস্ট ২০১৫

প্রায় চার বছর বন্ধ থাকার পর ইরানের রাজধানী তেহরানে ব্রিটিশ দূতাবাস পুনরায় চালু করা হয়েছে। রোববার ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ফিলিপ হ্যামন্ড দূতাবাস উদ্বোধন করেন।

এর আগে ইরানের পরমাণু কর্মসূচির জের ধরে তেহরানের ওপর আরোপ করা কঠোর নিষেধাজ্ঞা সমর্থন করে যুক্তরাজ্য। প্রতিক্রিয়ায় ২০১১ সালের নভেম্বরে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দেয় তেহরান।

দুদিন পর তেহরানে অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাসে হামলা চালায় ইরানের বিক্ষোভকারীরা। বন্ধ হয়ে যায় যুক্তরাজ্যের দূতাবাস। পাল্টা পদক্ষেপ হিসেবে লন্ডনে অবস্থিত ইরানের দূতাবাসও বন্ধ করে দেয় যুক্তরাজ্য।

২০১৩ সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন হাসান রুহানি। তিনি পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হন। এরপর পরমাণু কর্মসূচি সীমিত করার ব্যাপারে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরান একটি চুক্তিতে পৌঁছানোর কয়েক সপ্তাহ পর ইরানে ব্রিটিশ দূতাবাস চালু করা হলো।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।