ভারতীয় কংগ্রেসে প্রথম রূপান্তরকামী কর্মী অপ্সরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৭ এএম, ০৯ জানুয়ারি ২০১৯

এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় কংগ্রেস পার্টি। ১৩৪ বছরের এই শতাব্দীপ্রাচীন রাজনৈতিক দলটিতে প্রথম রূপান্তরকামী কর্মী হিসেবে যোগ দিলেন অপ্সরা রেড্ডি। মহিলা কংগ্রেসের জাতীয় সচিব হিসেবে যোগ দিয়েছেন তিনি।

এই উপলক্ষে ভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার রাহুল গান্ধীর সঙ্গে তার একটি ছবি টুইট করা হয়।

ভারতীয় কংগ্রেসে যোগ দেয়ার পর অপ্সরা বলেন, ‘আমার সারা জীবনে শুনতে হয়েছে, ট্রান্সজেন্ডার নারী হিসেবে, আপনি কখনোই আপনার জীবনে এটি করতে পারবেন না। ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম জাতীয় দলগুলোর মধ্যে একটিতে স্বাগত জানানো আমার জন্য অত্যন্ত আবেগময়।’

সাবেক সাংবাদিক অপ্সরা রেড্ডি ২০১৬ সালের মে মাসে এআইএডিএমকে দলে যোগ দেন। জয়ললিতার মৃত্যুর পর তিনি এআইএডিএমকের প্রো-শশীকলা ক্যাম্পে চলে যান।

এআইএডিএমকেতে যোগ দেয়ার আগে তিনি অল্প কিছু দিন বিজেপির সঙ্গে ছিলেন। সে সময় বিজেপি ছাড়ার কারণ ব্যাখ্যা করে, অপ্সরা অভিযোগ করেন যে নারী দিবসের জন্য তিনি কেবল একটি ‘ছবি’ ছিলেন।

অপ্সরা সম্ভবত একমাত্র রূপান্তরকামী যিনি বিশ্বের বিভিন্ন জাতীয় সংবাদপত্রের প্রধান। তিনি একটি ছেলে হিসেবে জন্ম নিয়েছিলেন। পরে তিনি নিজেকে নারীতে রূপান্তর হন।

সম্প্রচার সাংবাদিকতায় ডিগ্রিধারী অপ্সরা রেড্ডির অনুসন্ধানমূলক সাংবাদিকতায় বিশেষ অভিজ্ঞতা আছে।

এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।