হত্যা মামলায় ৩ আ. লীগ কর্মী অস্ত্রসহ গ্রেফতার


প্রকাশিত: ১১:৩২ এএম, ২৩ আগস্ট ২০১৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আ. লীগ কর্মী রবিউল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত একই দলের ৩ কর্মীকে দেশীয় অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন, জেলার শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা গ্রামের নান্টু মন্ডলের ছেলে সাইফুল (৩০), তোসিকুল (২৩) ও সোলেমানের ছেলে শুকুদ্দি (৩৫)।
 
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার ঢোড়বোনা গ্রামে অভিযান চালিয়ে রবিউল হত্যা মামলার এজাহারভুক্ত ৩ আসামি সাইফুল, তোসিকুল ও শুকুদ্দিকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যার কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র ও ১১টি ককটেল উদ্ধার করে পুলিশ।
 
উল্লেখ্য, শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা গ্রামের নজরুল ইসলামের ছেলে ও আ. লীগ কর্মী রবিউল ইসলামকে গত ১৫ই আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে তার নিজ জমিতে কাজ করার সময় শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও আ. লীগ কর্মী শফিকুল ইসলাম পাশবানের লোকজন কুপিয়ে হত্যা করে। পরে নিহতের বাবা ২৩ জনের নামে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন।
 
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।