ইরানে পাকিস্তানের নৌবহর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৫ এএম, ০৭ জানুয়ারি ২০১৯

চারদিনের শুভেচ্ছা সফরে পাকিস্তানের একটি নৌবহর ইরানের বন্দর আব্বাসে পৌঁছেছে। এ সফরের মধ্য দিয়ে দু’দেশের সামরিক সম্পর্ক আরো গভীর হবে বলে আশা করা হচ্ছে।

রোববার পাকিস্তানের নৌবহরটি বন্দর আব্বাসে পৌঁছায়। এতে রয়েছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস খায়বার, পিএমএসএস ঝোব, পিএনএস মাদাদকার এবং পিএনএস রাহ নাওয়ার্দ।

ইরানি নৌবাহিনীর কমান্ডার মোজতবা মোহাম্মাদি জানান, পাকিস্তানি নৌসেনারা স্থানীয় ইরানি নৌ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং যৌথ সাংস্কৃতিক ও প্রশিক্ষণ কোর্সে অংশ নেবে। এছাড়া নৌবাহিনীর বন্দর আব্বাসের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখবেন।

কমান্ডার মোজতবা মোহাম্মাদি জানান, দু’দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্য নিয়ে ইরান এ পর্যন্ত পাকিস্তানে বেশ কয়েকটি নৌবহর পাঠিয়েছে। এর মধ্যে ২০১৬ সালে করাচি বন্দরে ইরানের ৪৩তম নৌবহর যৌথ ত্রাণ ও উদ্ধার মহড়ায় অংশ নেয়।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।