বাগদাদে কারাগারে দাঙ্গায় ছয় নারী বন্দী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৬ জানুয়ারি ২০১৯

ইরাকের রাজধানী বাগদাদের একটি কারাগারে দাঙ্গা এবং অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নারী কারাবন্দি নিহত হয়েছেন। শনিবার বাগদাদের উত্তরাঞ্চলের আধামিয়াহ কারাগারে বন্দিদের দাঙ্গায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

এক বিবৃতিতে বাগদাদ পুলিশের ক্যাপ্টেন আহমেদ খালাফ বলেছেন, কারাগারটি মূলত গৃহহীন নারী বন্দিদের জন্য নির্ধারিত। এতে বন্দিরা দাঙ্গায় জড়িয়ে পড়েছেন। তবে দাঙ্গার কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

দাঙ্গার পর কারাগারের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অজ্ঞাত সংখ্যক কারাবন্দি শ্বাসকষ্টে ভুগছেন।

খালাফ বলেন, ঘটনাস্থলে বেসামরিক প্রতিরক্ষা দফতরের একটি দল ও অ্যাম্বুলেন্স পৌঁছেছে। এ ঘটনায় কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

ইরাকের শ্রম ও সমাজ কল্যাণবিষয়ক মন্ত্রণালয় দেশটির সকল বাস্ত্যুচুত ও গৃহহীন মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ওই কারাগারে বন্দী রাখে।

সূত্র : মিডল ইস্ট মনিটর।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।