পেন্টাগনের চিফ অব স্টাফের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ এএম, ০৬ জানুয়ারি ২০১৯

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের চিফ অব স্টাফ কেভিন সুয়েনেই পদত্যাগ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী জেম ম্যাটিসের পদত্যাগের ঘোষণার একমাস পরেই এই প্রতিরক্ষা কর্মকর্তাও পদত্যাগ করলেন।

এক বিবৃতিতে সুয়েনেই বলেন, ব্যক্তিগত কাজে ফিরে যাওয়ার এটাই সঠিক সময়। পেন্টাগনের তৃতীয় ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তিনি পদত্যাগ করলেন। তার আগে আরও দুই কর্মকর্তা পদত্যাগ করেছেন।

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পর থেকেই একের পর এক কর্মকর্তা পদত্যাগ করলেন।

তবে কবে নাগাদ মার্কিন সেনাদের সিরিয়া থেকে প্রত্যাহার করে নেয়া হবে সে বিষয়ে কর্মকর্তারা নির্দিষ্ট কোন সময় জানাননি। প্রেসিডেন্ট ট্রাম্পও এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি।

২০১৭ সালের জানুয়ারিতে চীফ অব স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছিলেন সুয়েনেই। প্রায় দু'বছর তিনি ওই পদে দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্বকে তিনি নিজের জন্য সম্মানজনক বলে উল্লেখ করেছেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।