বগুড়ায় ট্রাক ছিনতাইয়ের চেষ্টা : ৩ সন্ত্রাসী আহত


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ২৩ আগস্ট ২০১৫

গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে মহাসড়ক থেকে মালবাহী ট্রাক ছিনতাইয়ের চেষ্টাকালে ট্রাকের চাপায় তিন সন্ত্রাসী গুরুতর আহত হয়েছেন। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে গুলি ভর্তি একটি পিস্তল ও একটি রিভেলবার। রোববার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর থানার মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মালবোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে আসার পথে তিন মোটরসাইকেল আরোহী পেছন থেকে ট্রাকটি থামানোর সংকেত দেয়। ট্রাক চালক তাদের সংকেত না মানায় মির্জাপুর বাজার এলাকায় তিন মোটরসাইকেল আরোহী ট্রাকের সামনে বেরিকেড দিয়ে নিজেদেরকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ট্রাক থামাতে বলে। চালক তাদের কথা না শুনে দ্রুত গতিতে সামনে যাওয়ার চেষ্টা করলে তিন মোটরসাইকেল আরোহী ট্রাকের নিচে চাপা পড়েন। এ দৃশ্য দেখে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। তবে চালক ও হেলপার পালিয়ে যান।
 
এদিকে স্থানীয় লোকজন আহত মোটরসাইকেল আরোহীদের উদ্ধার করার সময় তাদের প্যান্টের পকেট থেকে একটি গুলি ভর্তি পিস্তল ও একটি রিভেলবার উদ্ধার করে। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অস্ত্রসহ তিন মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করেন।

গ্রেফতাররা হলেন, কিশোরগঞ্জ জেলার কাটাবাড়িয়া গ্রামের আবুল কাসেমের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), পাবনার সাথিয়া উপজেলার বশবন্ত দলিয়া গ্রামের মৃত রেজা মোল্লার ছেলে সুমন (৩২) এবং গাজীপুরের সুজন (৩০)। তাদেরকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পর অবস্থার অবনতি হলে জাহাঙ্গীর ও সুমনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানান, তাদের কোমর থেকে পা পর্যন্ত থেতলে গেছে।

শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলহাজ্ব উদ্দিন জাগো নিউজকে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশ্যে ট্রাকটি থামানোর চেষ্টা করা হচ্ছিল। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে।

লিমন বাসার/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।