কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ সন্ত্রাসী নিহত


প্রকাশিত: ০৯:১০ এএম, ২৩ আগস্ট ২০১৫

জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ সন্ত্রাসী নিহত হয়েছে। এ ঘটনায় এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, শনিবার দিবাগত রাতে উত্তর কাশ্মীরের কুপওয়াড়ার খুমহের বনে সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ, সিআরপিএফ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায়। এ সময় বন্দুকযুদ্ধে ওই তিন সন্ত্রাসী নিহত হয়।

তবে নিহতরা কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত কিনা তা এখনও যায়নি।

এদিকে, এর আগে পাকিস্তান-ভারত নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিল হয়েছে। দিল্লির শর্ত মেনে ওই বৈঠকে অংশ নেয়া সম্ভব নয় বলে জানিয়েছে পাকিস্তান।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।