বন্দুকযুদ্ধ নিয়ে পুলিশকেও জবাবদিহি করতে হয় : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, সন্ত্রাসীদের কারণে আমাদের (পুলিশের) অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। সন্ত্রাসীরা যে দলেরই হোক বা যতো বড়ই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রোববার সকালে মিরপুরের পুলিশ স্টাফ কলেজে বন্যপ্রাণী সংরক্ষণে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে যদি পুলিশ হুমকির মুখে পড়ে, যদি জীবননাশের আশঙ্কা থাকে তাহলে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে যদি কারো মৃত্যু হয় তাহলে আমাদের জবাবদিহি করতে হয়।
পুলিশ প্রধান বলেন, সন্ত্রাসীদের কোন দল নাই। তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকে বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে লাভবান হয়। তবে তারা যদি জননিরাপত্তা এবং আইন-শৃঙ্খলার জন্য হুমকি হয় তাহলে তখন আমাদের তাদের জিরো টলারেন্স দেখাতে হয়।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে উল্লেখ করে শহীদুল হক বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যপক কর্মসূচী নিয়েছে পুলিশ। যেখানে সন্ত্রাসী পাওয়া যাবে যেখানে আইন অমান্য হবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।
এআর/এআরএস/আরআইপি