প্রধানমন্ত্রীর বক্তব্য বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করবে : বিএনপি


প্রকাশিত: ০৮:১৮ এএম, ২৩ আগস্ট ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্টের গ্রেনেড হামলায় জড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি। দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এই আশঙ্কার কথা জানান। রোববার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রিপন বলেন, ২১ আগস্ট শুক্রবার প্রধানমন্ত্রী তার বক্তব্য বলেছেন, খালেদা জিয়া ও তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত, এতে কোন সন্দেহ নেই। এ ধরনের পর্যবেক্ষণ দুঃখজনক ও উদ্বেগজনক। এই মামলাটি যেহেতু বিচারাধীন রয়েছে। সুতরাং তার (শেখ হাসিনা) এ রকম বক্তব্যে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করবে।  

তিনি আরো বলেন, ২১ আগস্টের ঘটনা নেক্কারজনক, বেদনাজনক ও বর্বোরচিত ঘটনা। এখনো বিএনপি এই ঘটনার নিন্দা জানাচ্ছে। বিএনপি ক্ষমতায় থাকাকালিন এই মামলার বিচার শুরু হয়েছে। তদন্ত চলমান ছিল। এখনও আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।

রিপন বলেন, এ ধরনের বর্বোরচিত ঘটনার জন্য যারা দায়ী তাদের বিচারে অানার জন্য বিএনপির ভিন্ন মত নেই। ইস্যুটি দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা দুঃখজনক।

বিশেষ মহলের উস্কানিতে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভাজন সৃষ্টি করছেন বলেও মন্তব্য করেন বিএনপির এই মুখপাত্র।

রিপন বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে। কিন্তু এই বিশেষ মহলের ষড়যন্ত্র রুখে দিয়ে আওয়ামী লীগ ও বিএনপিকে বাঁচিতে রাখতে হবে এবং গণতন্ত্র রক্ষা করতে হবে।

আওয়ামী লীগের নেতকর্মীদেরকে উদ্দেশ্যে রিপন বলেন, ১৫ আগস্ট ও ২১ অাগস্ট নিয়ে আমরা একে অপরের ওপর পাল্টা অভিযোগ করি। ফলে এই ঘটনার সঙ্গে যারা রয়েছে তারা পার পেয়ে যাচ্ছে। তাই আমাদের উচিত একে অপরের প্রতি পাল্টা অভিযোগ না করে একত্রিত হয়ে কাজ করা। কারণ পাল্টা অভিযোগের মাধ্যমে আমরা রাজনৈতিকভাবে কোন লাভবান হবো না।

এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, যুব বিয়ষক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

এমএম/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।