ইসির শুনানিতে অংশ নিতে হবে লতিফ সিদ্দিকীকে


প্রকাশিত: ০৩:৫০ এএম, ২৩ আগস্ট ২০১৫

মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) শুনানির এখতিয়ার বৈধ বলে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রেখেছেন।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এ রায়ের ফলে লতিফ সিদ্দিকীকে এখন নির্বাচন কমিশনের (ইসি) শুনানিতে অংশ নিতে হবে।

জানা গেছে, হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল থাকায় মন্ত্রিসভার পদ ও দলীয় পদ হারানো লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ থাকা না থাকার বিতর্কের শুনানি নেওয়ার প্রস্তুতি চলছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে। এছাড়া ইসির এ শুনানিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসালম উপস্থিত থাকার কথা রয়েছে।

এফএইচ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।