বিনামূল্যে স্যানিটারি প্যাড পাচ্ছে কলেজ ছাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০১ জানুয়ারি ২০১৯

কলেজের ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি প্যাড দেয়ার ব্যবস্থা করেছে ভারতের রাজস্থান প্রদেশের সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের ১৮৯টি সরকারি কলেজে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর।

এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশটির মধ্যে রাজস্থানই হবে প্রথম রাজ্য; যেখানে কলেজ ছাত্রীরা বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন পাবে।

এর আগে রাজ্যের কিছু স্কুল ও রেলওয়ে স্টেশনে ফ্রি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসিয়েছে স্থানীয় প্রশাসন। এবার কলেজে এই ব্যবস্থা করার জন্য সরকারকে প্রস্তাব দিয়েছে উচ্চশিক্ষা দফতর।

দফতরের কর্মকর্তা ভানওয়ার সিং ভাটি বলেছেন, এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় আড়াই কোটি টাকা। রাজস্থানের সব সরকারি কলেজে প্রায় ২ লাখ ৮০ হাজার ছাত্রী রয়েছে। এদের মধ্যে অনেকেই এত নিম্নবিত্ত পরিবারের সদস্য; যাদের স্যানিটারি ন্যাপকিনের ব্যবহারের সাধ্য নেই।

দীর্ঘদিন ধরে স্যানিটারি প্যাডের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রচারণা চালিয়ে আসছেন রাজ্যের সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মীরা।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।