ব্রিটেনে যুদ্ধবিমান বিধ্বস্ত : নিহত ৭ (ভিডিও)


প্রকাশিত: ০৩:৩৯ এএম, ২৩ আগস্ট ২০১৫

ব্রিটেনের দক্ষিণে শোরহ্যাম বিমানবন্দরে যুদ্ধবিমানের প্রদর্শনী চলাকালে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। শনিবার বিমানবন্দরের কাছে একটি রাস্তায় বিমানটি বিধ্বস্ত হয়। খবর বিবিসি।

বিধ্বস্ত বিমানটির নাম হকার হান্টার। বিমানের পাইলটও আহত হয়েছেন। তাকে রয়েল সাসেক্স হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার শোরহ্যাম বিমানবন্দরে যুদ্ধবিমানের প্রদর্শনী চলছিল। হঠাৎ একটি বিমান মাটির দিকে নেমে আসে এবং কয়েকটি প্রাইভেটকারের ওপর বিধ্বস্ত হয়। এতে প্রচণ্ড শব্দ হয় এবং আগুন ধরে যায় বিমানটিতে। এ সময় আশপাশের লোকেরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। তবে কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। বিস্ফোরণের পর বিধ্বস্ত বিমান থেকে আগুনের ধোয়ার গোলা আকাশে ভাসতে দেখা যায়।



এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।