ইসলামে নিউ ইয়ার উদযাপন অবৈধ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১৩ পিএম, ০১ জানুয়ারি ২০১৯

২০১৮ শেষে ২০১৯ এসে হাজির। চারদিকে সবাই বছরের প্রথম দিনকে, নতুন বছরকে বরণ করে নিতে উৎসবের আনন্দে নিজেদের ভাসিয়ে দিয়েছেন।

অন্যদিকে সেখানেই নতুন বছর উদযাপন নিয়ে ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবন্দি উলেমা ভিন্ন ধরনের বার্তা দিয়েছেন। ইসলামে নতুন বছর উদযাপনকে অবৈধ বলে উল্লেখ করেছেন তিনি। শুধু দেওবন্দি উলেমাই নন, এক হিন্দু ধর্মগুরুও নিউ ইয়ার নয় বং চৈত্র শুক্লতে নতুন বছর পালনের কথা বলেছেন।

মৌলানা মুফতি তারিক কাসমি বলেছেন, ইসলামে নতুন বছর উদযাপনের কথা কোথাও লেখা নেই এবং মুসলিমদের এর সঙ্গে যুক্ত থাকাও উচিত নয়। শুধু তাই নয়, যেসব বিষয়ের সঙ্গে অশ্লীলতা জড়িয়ে সেসব কিছুতে যুক্ত হতেই নিষেধ করেছেন তিনি।

শ্রী ত্রিপুর মা বালা সুন্দরী দেবী মন্দিরের অধ্যক্ষ পণ্ডিত সত্যেন্দ্র শর্মা জানান, নিউ ইয়ারের এই উদযাপন হিন্দু ধর্মেও নেই। চৈত্র মাসে যে নবরাত্রী আসে তাতেই নববর্ষের সূচনা থাকে আর তাই পালন করা উচিত বলে মনে করেন তিনি। তার আহ্বান, পহেলা জানুয়ারি ইংরেজদের দিন, তাই ওইদিন নয় বরং চৈত্রমাসের শেষে নববর্ষ উদযাপন করা উচিত।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।