সিরিয়ায় হামলা চালাতে ইরাককে অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট আসাদ!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯ এএম, ৩১ ডিসেম্বর ২০১৮

সিরিয়ায় অবস্থানরত জঙ্গি গোষ্ঠী আইএসের অবস্থানে পূর্ব অনুমতি ছাড়াই তাৎক্ষণিক হামলা চালাতে পারবে ইরাক। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইরাক সরকারকে এ অনুমতি দিয়েছেন। খবর- পার্সটুডের।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের একজন উচ্চ-পদস্থ কর্মকর্তা রাশিয়ার নিউজ চ্যানেল ‘আরটি’কে বলেছেন, প্রেসিডেন্ট আসাদের নির্দেশনা অনুযায়ী ইরাকি জঙ্গিবিমান সিরিয়ার আকাশসীমায় প্রবেশ এবং আইএসের অবস্থানে বোমা হামলা চালাতে পারেব।

অবশ্য আইএসের যেসব অবস্থানে ইরাক হামলা চালাতে চায় সেসব অবস্থানের তালিকা আগেই হস্তান্তরের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তবে ঠিক কবে প্রেসিডেন্ট আসাদ হামলা চালানোর অনুমতি দিয়েছেন তা উল্লেখ করা হয়নি।

গত ১২ ডিসেম্বর ইরাক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির বিমান বাহিনীর জঙ্গিবিমান সিরিয়ার পূর্বাঞ্চলে আইএসের অবস্থানে বোমাবর্ষণ করেছে। ওইদিন প্রদেশের আবু-সুসাহ গ্রামে আইএস জঙ্গিরা গোপন বৈঠক করছে বলে খবর পেয়ে সেখানে বিমান হামলা চালানো হয় এবং হামলায় ৩০ জঙ্গি নিহত হয় দাবি করা হয়।

আরএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।