ভারতের সঙ্গে বৈঠক বাতিল করলো পাকিস্তান


প্রকাশিত: ০৫:৩১ পিএম, ২২ আগস্ট ২০১৫

শেষ পর্যন্ত ভারতের সঙ্গে নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিল করেছে পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে আসছেন না পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ। পাক সরকার আরো জানিয়েছে, দিল্লির শর্ত মেনে সম্ভব নয় বৈঠক।

শনিবার সারাদিন এই বৈঠক নিয়ে চলে নাটক। সিমলা চুক্তি এবং উফা সমঝোতা মেনে বৈঠকে রাজি কি-না তা জানাতে পাকিস্তানকে রাত ১২টা পর্যন্ত সময় দিয়ে ছিলেন সুষমা স্বরাজ। অবশ্য আগে থেকেই সূত্রে খবর ছিল, পাকিস্তান তা মানতে রাজি নয়। ফলে, বৈঠক বাতিল হওয়ার আনুষ্ঠানিক ঘোষণাই কার্যত শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল।

রোববার ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ বৈঠকে বসবেন বলে ঠিক হয়। কিন্তু, শনিবারও দিনভর বৈঠকের আলোচ্যসূচি নিয়ে চলে দু-দেশের চাপানউতোর। সীমান্তের এপারে-ওপারে সাংবাদিক বৈঠকে চললো ব্যাপক গোলাগুলি।

শনিবার পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ এক বিবৃতিতে বৈঠক বাতিলের দায় ভারতের ঘাড়ে চাপিয়ে জানান, `আমি খুবই মর্মাহত যে, ভারত দু`দেশের জাতীয় নিরাপত্তা নিয়ে প্রথম বৈঠক বাতিল করে দিলো। গত বছরও ১৭ অগস্ট ইসলামাবাদে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক বাতিল করেছিল ভারত।`

ভারতের বক্তব্য, দু`দেশের সন্ত্রাস ইস্যুতে বৈঠকে কেন তৃতীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলতে চাইছে পাকিস্তান? ইসলামাবাদকে এ বিষয়ে কড়া বার্তাও দেয় দিল্লি। কিন্তু পাকিস্তান সাফ জানিয়ে দেয়, সন্ত্রাস ইস্যুর পাশাপাশি কাশ্মীর নিয়েও কথা হবে।

শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, `কাশ্মীর নিয়ে আলোচনা হতেই পারে। তবে এবার নয়। আগে সন্ত্রাস নিয়ে আলোচনা হোক।`

জাতীয় নিরাপত্তা পর্যায়ের বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য শনিবার মধ্যরাত পর্যন্ত পাকিস্তানকে সময় দিয়েছিল ভারত। কিন্তু সন্ধ্যাতেই ইসলামাবাদ জানিয়ে দেয়, তারা বৈঠকে রাজি নয়।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।