সিসিলি দ্বীপে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩ এএম, ২৬ ডিসেম্বর ২০১৮

ইতালির সিসিলি দ্বীপে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। ইউরোপের সবচেয়ে সক্রিয় মাউন্ট এতনা আগ্নেয়গিরির কাছেই ওই দ্বীপের অবস্থান। ইতালির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পে দু’জন আহত হয়েছে।

সোমবার কয়েক দফা কম্পনে কেঁপে উঠেছে এতনা আগ্নেয়গিরি। কম্পনে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের কারণে চারদিকে ছাই এবং ধোঁয়া ছড়িয়ে পড়েছে। আশেপাশের গ্রাম ঢেকে ফেলেছে আগ্নেয়গিরির ছাই। কাতানিয়া বিমানবন্দরের দিকে আসা এবং ওই বিমানবন্দর থেকে ছাড়ার কথা এমন সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এতনা আগ্নেয়গিরির কাছাকাছি পাহাড়ি এলাকায় বসবাসরত লোকজনকে দ্রুত ওই এলাকা থেকে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

বুধবার স্থানীয় সময় ভোর ৩টা ১৯ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। কাতানিয়ায় বেশ কিছু বাড়ি-ঘর কেঁপে উঠেছে। ওই এলাকায় ৩ লাখের বেশি মানুষের বসবাস।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।