ক্রিকেটকে বিদায় বললেন ট্রেমলেট


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ২২ আগস্ট ২০১৫

চোটের সঙ্গে লড়াই করে হাঁপিয়ে উঠেছেন ট্রেমলেট। তাই মাঠের যুদ্ধে আর নিজেকে রাখতে চাইছেন না। এ জন্য ক্রিকেটকে বিদায় বললেন ইংলিশ এই বোলার।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার ব্যাপারে ট্রেমলেট বলেছেন, `দুর্ভাগ্য, আমার ক্যারিয়ার জুড়ে ইনজুরির সঙ্গে লড়াই করতে হয়েছে। এটাই আমাকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। আর লম্বা সময় ইনজুরি নিয়ে পেশাদার ক্রিকেট খেলা যায় না। তাই বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমি।`

জাতীয় দলের হয়ে ১২টি টেস্ট, ১৫টি ওয়ানডে ও একটি টোয়েন্টি২০ ম্যাচ খেলেছেন ট্রেমলেট। ২০০৭ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। এ ছাড়া ১৪৬টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেছেন ট্রেমলেট।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।