নিখোঁজ রাজকুমারীর ছবি প্রকাশ করলো আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮

নিখোঁজ হয়েছেন বা হারিয়ে গেছেন বলে ভাবা হয় এমন এক রাজকুমারীর ছবি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুবাইয়ের প্রশাসকের কন্যা শেখ লতিফার বর্তমান অবস্থা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূতকে জানানো হয়েছে।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে জানানো হয়েছে, রাজকুমারীর নিখোঁজ হওয়া সংক্রান্ত সমস্ত প্রচারণা ‘মিথ্যা’ ও উদ্দেশ্যমূলক। বিবৃতিতে এসব প্রচারণার জবাব দেয়া হয়েছে। তবে, ওই বিবৃতি নিয়ে জাতিসংঘ এখনো কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ছবিতে দেখা যায়, রাজকুমারী শেখ লতিফা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সাবেক হাই কমিশনার ও আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ম্যারি রবিনসনের সঙ্গে বসে আছেন।

Princess

ওই ছবি প্রসেঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ধ্যায় তারা দু’জন একসঙ্গে সময় কাটাচ্ছেন এমন একটি মূহুর্তের ছবি সেটি। আর তাদের দু’জনের সম্মতিতেই সেই ছবিটি প্রকাশ করা হয়েছে। রাজকুমারী শেখ লতিফা নিজ দেশে প্রয়োজনীয় সেবা ও সমর্থন পাচ্ছেন বলে ম্যারি রবিনসনের দুবাই সফরের সময় তাকে আশ্বস্ত করা হয়েছে।’

দুবাই'র শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের কন্যা শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম গত মার্চ থেকে নিখোঁজ রয়েছেন। ধারণা করা হয়, ৩৩ বছর বয়সী রাজকুমারী লতিফা মার্চে দুবাই থেকে পালানোর চেষ্টা করেছিলেন।

তবে নিখোঁজ হবার পর শেখ লতিফা ইউটিউবে এক ভিডিও পোস্টে জানিয়েছিলেন, তিনি দুবাই থেকে পালাচ্ছেন, কারণ সেখানে তিনি পরিবারের হাতে নানা নির্যাতনের শিকার এবং তার ওপর নানা ধরনের বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

এসএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।