ইরানে সাজা খেটে দেশে ফিরলেন ব্রিটিশ অধ্যাপক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১০ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮

ইরানে সাজা খাটার পর অবশেষে দেশে ফিরলেন এক ব্রিটিশ অধ্যাপক। পররাষ্ট্র দফতর নিশ্চিত করেছে যে, ওই অধ্যাপককে ইরানে নিরাপত্তার খাতিরে আটক করা হয়েছিল। তাকে ছেড়ে দেয়া হয়েছে।

লন্ডনের ইমপেরিয়াল কলেজের অধ্যাপক আব্বাস এদালাতকে গত এপ্রিলে তেহরান থেকে আটক করা হয়। ইরানের একটি সংস্থা জানিয়েছে, ওই অধ্যাপককে গত সপ্তাহে মুক্তি দেয়া হয়েছে।

এর আগে ব্রিটিশ-ইরানি দাতব্য সংস্থার কর্মীকে নাজানিন জাঘারি রেটক্লিফেকে আটক করা হয়। তিনি ২০১৬ সাল থেকেই ইরানে অবস্থান করছিলেন।

গত এপ্রিলের ১৫ তারিখে ইরানের একটি ওয়ার্কশপি যোগ দিয়েছিলেন এদালাত। সেখান থেকেই তাকে আটক করা হয়। কম্পিউটার সাইন্স এবং গণিতে বিশেষ দক্ষ এই অধ্যাপক।

যখন এই ব্রিটিশ অধ্যাপককে আটক করা হয় তখন ইরানের একটি সংবাদ সংস্থা জানিয়েছিল যে, তিনি একটি ব্রিটিশ গুপ্তচর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।