হেলিকপ্টার বিধ্বস্তে মেক্সিকোর গভর্নর-সিনেটর নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪২ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮

মেক্সিকোতে একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় এক গভর্নর এবং তার স্বামীর মৃত্যু হয়েছে। মার্থা এরিকা এলোনসোর স্বামীও দেশটির সাবেক গভর্নর ছিলেন।

স্থানীয় গণমাধ্যম এবং রাজনীতিবিদরা জানিয়েছেন, সোমবার প্রাদেশিক রাজধানী থেকে কিছুটা দূরে কেন্দ্রীয় অঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় নিহত মার্থা এরিকা কেন্দ্রীয় রাজ্য পুয়েবলার নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং তার স্বামী সিনেটর রাফায়েল মোরেনো।

তবে দুর্ঘটনায় হেলিকপ্টারটির পাইলট জীবিত আছেন কিনা তা এখনও জানা যায়নি। চলতি মাসের শুরুর দিকে কেন্দ্রীয় ডানপন্থি ন্যাশনাল অ্যাকশন পার্টির (পিএএন) হয়ে ক্ষমতা গ্রহণ করেন মার্থা এরিকা।

মার্থা এরিকা এবং তার স্বামীর মৃত্যুতে এক টুইট বার্তায় পিএএন-এর প্রেসিডেন্ট মার্কো কর্তেস বলেন, তারা শান্তিতে থাকুন। মার্থা এরিকার স্বামী মোরেনো পুয়েবলা প্রদেশে ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত কয়েক বছরে মেক্সিকোর বেশ কয়েকজন রাজনীতিবিদ বিমান বা হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। কি কারণে সোমবার ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।