শতাব্দীর ভয়াবহ সব সুনামি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ এএম, ২৫ ডিসেম্বর ২০১৮

চলতি একবিংশ শতাব্দীতে এ পর্যন্ত (২০০১-১৮ সাল) বিশ্বজুড়ে বেশ কয়েকটি ভয়াবহ সুনামি আঘাত হেনেছে। এতে অগণিত মানুষ ও পশুর মৃত্যুর পাশাপাশি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ গত রোববার এক ভয়াবহ সুনামি আঘাত হানে ইন্দোনেশিয়ায়। এতে এ পর্যন্ত কমপক্ষে ৩৭৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এ রকমই কয়েকটি উল্লেখযোগ্য সুনামি হচ্ছে-

ইন্দোনেশিয়ায় সুনামি : গত ২২ ডিসেম্বর এক ভয়াবহ সুনামি আঘাত হানে ইন্দোনেশিয়ায়। জাভা ও সুমাত্রা দ্বীপের নিকটবর্তী আনাক ক্রাকাতাও নামক আগ্নেয়গিরিতে উদগীরণের ফলে এই সুনামির সৃষ্টি হয়। এতে এ পর্যন্ত কমপক্ষে ৩৭৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও প্রায় ১ হাজার জন। আনাক ক্রাকাতাও একটি ছোট আগ্নেয়গিরি দ্বীপ। ১৮৮৩ সালে ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় আগ্নেয়গিরি ক্রাকাতোয়ার উদগীরণের ফলে এই দ্বীপের সৃষ্টি হয়।

নিউজিল্যান্ড (২০১৬) : ২০১৬ সালে নিউজিল্যান্ডে এক ভয়াবহ সুনামি আঘাত হানে। ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার পর দেশটির ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ সুনামি। কায়কোরা ভূমিকম্পে ২০ হাজার আফটারশক হয়েছিল এবং ২২ মিটার উঁচু সুনামি আঘাত হানে। তবে আগাম সতর্কতা থাকায় হতাহতের সংখ্যা নিয়ন্ত্রণে ছিল। ওই সুনামিতে মাত্র দু’জন নিহত ও ২০ জন আহত হয়।

জাপানের সুনামি : ২০১১ সালে জাপানের সুনামি ছিল ইতিহাসের ভয়াবহতম সুনামিগুলোর একটি। সমুদ্রের গভীরে ঘটে যাওয়া ভূমিকম্পের ফলে ১৩৩ ফুট উঁচু এই সুনামির সৃষ্টি হয়। এতে ১৬ হাজার লোক নিহত হন, আহত হন অগণিত। এই প্রাকৃতিক দুর্যোগে ফুকোশিমা পারমাণবিক চুল্লি ক্ষতিগ্রস্ত হয়। চেরনোবিল পারমাণবিক দুর্যোগের পর এটিই ছিল সবচেয়ে ভয়ঙ্কর দুর্যোগ।

চিলির সুনামি : এমনিতেই ভূমিকম্পপ্রবণ দেশ চিলি। ১৯৬০ সালের ভূমিকম্পটি এখনও সর্বোচ্চমাত্রার রেকর্ড ধরে রেখেছে। ২০১০ সালে চিলিতে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ফলে উপকূল অঞ্চলে মারাত্মক সুনামি আঘাত হানে। সেই সময় জাপান ও রাশিয়ার সমুদ্র উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়। সেই সুনামিতে চিলির উপকূলীয় এলাকার ৫২৫ অধিবাসী মারা যান।

সলোমন আইল্যান্ডের সুনামি : পাপুয়া নিউগিনির সবচেয়ে সুন্দর দ্বীপ সলোমন আইল্যন্ডে ২০০৭ সালে আঘাত হানে ৪০ ফুট উঁচু সুনামি। ভূমিকম্পের ফলে সৃষ্ট এই সুনামিতে ৫২ জন নিহত এবং দ্বীপটির সহস্রাধিক বসতবাড়ি, হাসপাতাল, স্কুল বিধ্বস্ত হয়।

ভারত মহাসাগরে সুনামি : ২০০৪ সালে ভারত মহাসাগরে আঘাত হানা ভূমিকম্পটি ছিল ইতিহাসের তৃ্তীয় সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প। ৯ দশমিক ৯ মাত্রার সেই ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামি ভারত মহাসাগর সংলগ্ন ১৪টি দেশে আঘাত হানে। সেই সুনামিতে নিহত হয় ১৪ দেশের ২ লাখ ৩০ হাজার মানুষ। সূত্র : ডয়েচে ভেলে

এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।