ফ্রান্সে ট্রেনে সন্ত্রাসী হামলায় আহত ৩


প্রকাশিত: ০৭:৩০ এএম, ২২ আগস্ট ২০১৫

ফ্রান্সের প্যারিসগামী একটি ট্রেনে সন্ত্রাসী হামলায় মার্কিন এক বিমান সেনাসহ অন্তত তিনজন আহত হয়েছে। শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক এবং অপর জন ফরাসি অভিনেতা জিন-হিউজ অ্যাংগ্লেড।

শুক্রবার রাতে ২৬ বছর বয়সী ওই হামলাকারী একে-৪৭ রাইফেল এবং ছুরি নিয়ে হামলা চালায়। পরে মার্কিন সেনারা তাকে আটক করে। পেন্টাগনের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে মার্কিন সেনা বিষয়ক সংবাদপত্র মিলিটারি টাইমস এ খবর দিয়েছে।

প্যারিস-আমস্টারডামগামী উচ্চ গতির ফরাসি ট্রেন থালিসে এ হামলা চালানো হয়েছে। হামলায় এক বিমান সেনাসহ তিনজন আহত হয়েছে। উত্তরাঞ্চলীয় ফ্রান্সের অ্যারাসের কাছে এ ঘটনা ঘটেছে।

হামলাকারী মরোক্কোর নাগরিক বলে জানা গেছে। এ বিষয়ে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।

এসঅাইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।