ভারতে ফ্লাইওভারে ৫০ গাড়ির সংঘর্ষ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮

ভারতের দিল্লি-হরিয়ানা মহাসড়কের একটি ফ্লাইওভারে প্রায় ৫০টি গাড়ির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়ে সাতজন নিহত ও অনেকেই আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন এ দুর্ঘটনার কথা জানানো হয়েছে।

সোমবার সকালে দিল্লি-হরিয়ানা মহাসড়কের হরিয়ানার জাজ্জার নামক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয় জনই নারী। সংঘর্ষের কবলিত গাড়িগুলোর মধ্যে শিক্ষার্থীদের বহনকারী স্কুলবাসসহ অনেক প্রাইভেট কার ছিল।

দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, বিভিন্ন গাড়ির ভেতর আটকে পড়া মানুষদের বের করে নিয়ে আসা হচ্ছে। তাছাড়া বিধ্বস্ত গাড়িগুলো সেখান থেকে সরানোর ব্যবস্থা করছে উদ্ধারকর্মীরা।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, হরিয়ানা রাজ্যের বিভিন্ন অংশ, দিল্লি, পাঞ্জাব, উত্তর প্রদেশ ও রাজস্থানে সকাল থেকেই ব্যাপক কুয়াশা পড়তে দেখা গেছে। এমন হয়েছে যে, চোখের সামনে কি আছে সেটা পর্যন্ত দেখা যাচ্ছে না।

এসএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।