গ্রিসে অভিবাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ


প্রকাশিত: ০২:৪৮ এএম, ২২ আগস্ট ২০১৫

গ্রিসের মেসিডোনিয়ার সীমান্ত এলাকায়  অভিবাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন অভিবাসী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গ্রিসে বাধা পেয়ে কয়েকশ অভিবাসী মেসিডোনিয়ার সীমান্ত এলাকায় জমায়েত হলে নিরাপত্তা বাহিনীর সংঙ্গে তাদের সংঘর্ষ ঘটে।

এদিকে অভিবাসী পরিস্থিতি মোকাবিলায় গত বৃহস্পতিবার মেসিডোনিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়। অভিবাসীদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য থেকে এসে ইউরোপীয় ইউনিয়নের উত্তরাঞ্চলের দেশগুলোতে প্রবেশের চেষ্টা করছে। এবিষয়ে জাতিসংঘ উভয় দেশকে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছে।

গত দুই মাসে প্রায় ৪৪ হাজার মানুষ মেসিডোনিয়া হয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করে। এ সময় দেশটির সরকার কাউকে বাধা দেয়নি। কিন্তু এখন সীমান্ত এলাকা কাঁটাতারের বেড়া তুলে দিয়েছে কর্তৃপক্ষ, কাউকে প্রবেশ করতে দিচ্ছে না।

বিবিসি জানিয়েছে, শুক্রবার বিকেলে কয়েকশ অভিবাসী সীমান্তরক্ষী বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং দেশটিতে প্রবেশ করে।

চিকিৎসকদের সংগঠন মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ারস জানিয়েছে, মেসিডোনিয়ার নিরাপত্তা বাহিনী অজ্ঞান করা স্টান গ্রেনেড হামলা চালায়। এতে আহত ১০ অভিবাসীকে চিকিৎসা দিয়েছে সংগঠনটি।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) নারী-শিশুসহ কয়েক হাজার অভিবাসীকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ক্রমেই খারাপ হতে থাকা পরিস্থিতিতে তারা গ্রিসের সীমান্ত এলাকা জড়ো হয়েছে। সংস্থাটি মেসিডোনিয়াকে এর সীমান্ত সুশৃঙ্খল ও সুরক্ষা-সংবেদী করার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে গ্রিসকে তার সীমান্ত এলাকায় নিবন্ধন ও অভ্যর্থনার জন্য ব্যবস্থা নিতে বলেছে।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।