সিরিয়ায় হামলা জোরদারের হুমকি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ এএম, ২২ ডিসেম্বর ২০১৮

যুদ্ধবিধস্ত সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর মার্কিন সেনা প্রত্যাহারের পর সিরিয়ার ওপর হামলা জোরদারের হুমকি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেন, আমরা সিরিয়ায় ইরানি সেনাদের প্রবেশাধিকার রুখে দেয়ার প্রচেষ্টা জোরদার করব। আমরা আমাদের প্রচেষ্টা কমিয়ে আনছি না বরং তা আরও বাড়াব।

বৃহস্পতিবার অধিকৃত বিরশেবাতে ইসরাইল-গ্রিস-সাইপ্রাস ৫ম সম্মেলনে নেতানিয়াহু এসব কথা বলেন।

মার্কিন সরকারের পূর্ণ সমর্থন নিয়ে সিরিয়ায় ইসরাইলের অপরাধমূলক তৎপরতার কথাও তিনি স্বীকার করেন। আগেও সিরিয়ায় বহুবার হামলা চালিয়েছে ইসরাইল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন। নেতানিয়াহু দাবি করেন, সোমবার ট্রাম্প তাকে টেলিফোনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। এ ছাড়া, মঙ্গলবার, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসও নেতানিয়াহুকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা জানান।

ট্রাম্প সিরিয়ায় বিজয় দাবি করে সব সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করেন। তবে তার এ আকস্মিক ঘোষণায় মার্কিন কংগ্রেসম্যানরা বিস্মিত হয়েছেন। সিরিয়ায় বিজয়ের বিষয়েও তারা সন্দেহ প্রকাশ করেছেন।

এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।