ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০১ এএম, ২২ ডিসেম্বর ২০১৮

ইসরায়েলি সীমান্তের কাছে গাজা উপত্যকায় বিক্ষোভে অংশ নিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক কিশোরসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ইসরায়েলি বাহিনীর গুলিতে মোহাম্মদ আল জাহজুহ নামে ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে।

মন্ত্রণালয়ের তরফ থেকে আরও জানানো হয়েছে, পেটে গুলি লেগে নিহত হয়েছেন ২৮ বছর বয়সী আবদুল আজিজ আবু শ্রীয়া। এছাড়া ইসরায়েলি বাহিনীর গুলিতে গুরুতর আহত হয়ে মারা গেছেন ৪০ বছর বয়সী মাহের ইয়াসিন।

মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, চার চিকিৎসক, দুই সাংবাদিকসহ প্রায় ৪০ ফিলিস্তিনি বিক্ষোভকারী আহত হয়েছেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।