হনুমান মুসলমান ছিলেন, দাবি বিজেপি নেতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২১ ডিসেম্বর ২০১৮

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে হনুমানকে ‘দলিত’ বলে প্রবল বিতর্ক তৈরি করেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওই মন্তব্যের জন্য তার বিরুদ্ধে মামলাও করে একটি হিন্দুত্ববাদী সংস্থা। এবার একেবারে নতুন কথা শোনালেন ভারতের ক্ষমতাসীন পার্টি বিজেপির উত্তরপ্রদেশে বিজেপির কাউন্সিলার বাক্কাল নবাব। তার দাবি, হনুমান নাকি মুসলমান ছিলেন। খবর জি নিউজের

সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইকে একটি সাক্ষাৎকার দেন বাক্কাল নবাব। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হনুমান কারও একার নন। গোটা দুনিয়া তার ভক্ত। সব ধর্মের মানুষই তাকে ভক্তি-শ্রদ্ধা করেন। তবে আমার বিশ্বাস হনুমান আসলে মুসলিম ছিলেন। সেই জন্যই মুসলমানদের মধ্যে রহমান, রমজান, ফরমান, জিশান, কুরবান, ইমরান, সুলতান, সুলেমান নামের প্রচলন রয়েছে। নামগুলো ওর নামের সঙ্গে মেলে যে! অন্য কোনো ধর্মে এমন নাম শুনেছেন কখনও!’

উল্লেখ্য, রাজস্থানের আলোয়ারে প্রচারে গিয়ে গত মাসে হনুমানকে নিয়ে বেফাঁস মন্তব্য করেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ‘হনুমান একজন বনবাসী ছিলেন। তিনি ছিলেন মনুবাসী মানুষের সেবক। তিনি ছিলেন বঞ্চিত মানুষের প্রতিনিধি ও দলিত। দেশের উত্তর থেকে দক্ষিণ-সব মানুষকে একত্র করার কাজ করতেন তিনি।’

প্রায়ই একই কথা বলেন বিজেপি নেত্রী সাবিত্রী পুলে। তবে গত ৪ ডিসেম্বর তিনি প্রশ্ন তোলেন, হনুমান যা করেছিলেন তার সবই করেন রামের জন্য। তাহলে তার মুখ কালো করা হলো কেন। কেন তার লেজ দেয়া হলো?

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।