ওয়াল স্ট্রিটে ব্যাপক ধসের আশঙ্কা


প্রকাশিত: ০৪:৫৫ এএম, ১৩ অক্টোবর ২০১৪

যেকোনো মুহূর্তে ওয়াল স্ট্রিটে ব্যাপক ধস নামতে পারে৷ এই ধসের হার ৫০ শতাংশ বা তারও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ শেয়ার বাজারের একাধিক বিশেষজ্ঞ এ কথা বলেছেন৷

তাদের মতে, এবারের সংকট ২০০৮ সালের সংকটকেও ছাপিয়ে যেতে পারে৷ ওই বিশেষজ্ঞদের মধ্যে এমন ব্যক্তিও আছেন যারা ২০০৮ সালের ধসেরও পূর্বাভাস দিয়েছিলেন৷ তাদের বক্তব্য, এবারের ধস শুধু সময়ের অপেক্ষা এবং এ নিয়ে আদৌ অবাক হওয়ার কারণ নেই৷ তারা আসন্ন বিপর্যয়ের জন্য ওবামা প্রশাসনের আর্থিক নীতিকেই দায়ী করেন৷

একজন বিশেষজ্ঞ মন্তব্য করেছেন, ‘আমরা এক বিশালকায় আর্থিক সম্পত্তির বুদবুদের ভিতর রয়েছি৷যেকোনো সময়ে এটা ফেটে যেতে পারে৷’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।