আস্ত ট্রাক টেনে নিয়ে যাচ্ছে ঘোড়া, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১০ এএম, ১৮ ডিসেম্বর ২০১৮

বড় একটা ট্রাক। ট্রাকভর্তি মালামাল। সেই ট্রাক আটকে যায় তুষারপাতে। কীভাবে ট্রাকটিকে তুষারপাত থেকে টেনে তোলা যায় সেই চিন্তায় বিভোর ট্রাকের মালিক। ঠিক সেই মুহূর্তে এগিয়ে আসে দুটি ঘোড়া। টেনে তোলে ট্রাক। ঘটনা যুক্তরাষ্ট্রের মিনেসোটার।

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র তুষারপাতের কারণে প্রত্যন্ত এক অঞ্চলে রাস্তায় আটকে যায় একটি ট্রাক। ট্রাকটি উদ্ধারে আসেন জ্যাকব এবং লিজি হার্সবের্গা নামের দুই ব্যক্তি। তারা তাদের দুটি বেলজিয়ান ড্রাফট হর্সকে ট্রাক উদ্ধারে কাজে লাগিয়ে দেন। ১৩ বছর বযসী ঘোড়া দুটি আগে ছোটখাটো নানা বাহন টানলেও আস্ত ট্রাক কখনও টেনে তোলার অভিজ্ঞতা ছিল না।

ঘোড়ার মালিক অবশ্য ঘোড়াদের জন্য কাজটা কিছুটা সহজ করতে ট্রাক এবং ঘোড়ার সঙ্গে সংযুক্ত দড়ির মাঝখানে একটি টায়ার আটকে দিয়েছিলেন। এতে করে ঘোড়া দুটি ট্রাকের পুরো ওজন সামনে টানার আগে কিছুটা সময় পেয়েছিল।

গত পাঁচ ডিসেম্বরের এই ঘটনার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সামাজিক যোগাযোগ পাতাতেও ভিডিওটি প্রচার করা হয়েছে। ভিডিওটি এ পর্যন্ত দেখা হয়েছে ৪ লাখ বার।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।