ভারতে তিন তালাক দিলে ৩ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮

ভারতে তিন তালাক নিয়ে আইন কঠোর করতে জন্য লোকসভায় নতুন একটি বিল উত্থাপিত হয়েছে। উত্থাপিত ওই বিলে তিন তালাককে বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। আর নতুন আইন অনুযায়ী তিন তালাক দিলে অভিযুক্ত ব্যক্তির তিন বছরের কারাদণ্ড হবে।

গত সেপ্টেম্বরেই তিন তালাক নিয়ে অধ্যাদেশ জারি করে লোকসভা। লোকসভায় আগেই পাস হয়েছিল তিন তালাক বিল। কিন্তু ওই বিল আটকে যায় রাজ্যসভায়। ওই বিলের বেশ কিছু বিষয় নিয়ে আপত্তি ছিল বেশ কয়েকটি রাজনৈতিক দলের।

ওই বিলে তিন তালাক দিলে তিন বছরের কারাদণ্ডের যে বিধান রাখা হয়েছিল, সেটা নিয়ে আপত্তি তোলেন অনেকে। তাদের যুক্তি ছিল, কারাদণ্ড হলে ভরণপোষণের টাকা কিভাবে দেয়া হবে। একই সঙ্গে জামিনের ব্যবস্থা রাখার দাবিও জানায় একাধিক দল।

এসব বিষয়গুলোকে সামনে রেখেই শেষপর্যন্ত গত সেপ্টেম্বরে অধ্যাদেশ জারি করে কেন্দ্র। এর আগে লোকসভায় পাস হওয়া বিলে সংশোধনীগুলো নিয়ে তৈরি করা হয় অধ্যাদেশ। এবার সেই অর্ডিন্যান্সের ভিত্তিতেই আনা হল নতুন বিল। এই বিলে তিন তালাককে বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুন আইন অনুযায়ী তিন তালাক দিলে তিন বছরের কারাদণ্ড হবে।

কেন্দ্রের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশনার পরও নিয়মিত চলছিল তালাক। এমনকি হোয়াটস অ্যাপেও তালাক দেওয়া হচ্ছিল। তবে বিরোধী দল কংগ্রেসের বক্তব্য নতুন বিল সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ। উল্লেখ্য, নতুন বিলটি ৪২ দিনের মধ্যে সংসদে পাস করাতে হবে।

এসএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।