মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


প্রকাশিত: ০৬:৪২ এএম, ২১ আগস্ট ২০১৫

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার উদ্যোগে ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার কুলালামপুর স্থানীয় একটি হোটেলে কেক কাটার মাধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

মালয়েশিয়া সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম বশির আলমের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোহেল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে  বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোশারফ হোসেন।  

এ সময় বক্তারা বলেন, দেশে নির্বাচিত সরকার না থাকার কারণে দেশে এখন আইনের শাসন নেই। দেশের এখন বিচার ব্যবস্থা হাসিনার কথা মত চলে। ক্ষমতা হারানো ভয়ে সরকার বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে। তাদের উপর অমানুষিক নির্যাতন চালানো হচ্ছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম মাহমুদ, চট্রগ্রাম জেলা যুব দলের সদস্য, মালয়েশিয়া বিএনপি নেতা মির্জা সালাউদ্দিন, সাখায়াত হোসেন, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুখা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আহমাদ হোসেন সাগর, শাহাজান হাওলাদার, এনায়েত মমিন, আলী আকবর, আবুল কাসেম, নসিব হোসেন হিমু প্রমুখ।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।