২২ মাসের শিশুটি দেখিয়ে দিল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০১ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮

শিশুটির বয়স মাত্র ২২ মাস। অথচ এই বয়সেই সে অর্জন করেছে স্কেটিংয়ে দারুণ দক্ষতা। স্কেটিংয়ের অ-আ-ক-খ যেন তার পুরো নখদর্পণে। অকুতোভয় এই ক্ষুদে খেলোয়াড় স্কেটবোর্ড নিয়ে অসাধারণ খেলা দেখায়।

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, কিন্ডারগার্টেনেই প্রথম স্কেটিং শিখেছে এই শিশুটি। এরপর থেকে এটাই তার ধ্যান-জ্ঞান। বৃষ্টি হোক বা চরম রোদ-কোনো পরিবেশেই তাকে ঘরে আটকে রাখা যায় না। স্কেটবোর্ড হাতে নিয়ে সে বেরিয়ে পড়ে খেলতে। তবে শিশুটির নাম-পরিচয় প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি।

ইয়াহু ২২ ডিসেম্বর তাদের ফেসবুক পাতায় এ-সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে। ৫২ সেকেন্ডের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হয়েছে ৬০ লাখ বার। শেয়ার হয়েছে অন্তত ১৩ হাজার বার। কমেন্টস পড়েছে ১ হাজারের বেশি।

ভিডিওতে দেখা যাচ্ছে, মাথায় হেলমেট, জ্যাকেট ও জিন্স পরিচিত শিশুটি স্কেটবোর্ডটি ঠিক করে তার ওপর নির্ভয়ে লাফিয়ে উঠে পড়ছে। এরপর দক্ষতার সঙ্গে চালিয়ে যাচ্ছে। এমনকি সিঁড়ি দিয়ে দারুণভাবে স্কেটিং করে যাচ্ছে সে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।